বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। প্রথম ব্যক্তি হিসেবে তিনি ৫০০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছেন। বিশ্লেষকদের মতে, খুব দ্রুত ১০০০ বিলিয়ন ডলার পেরোতে চলেছেন মাস্ক। পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসাবে নজির গড়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। টেসলা এখনও মাস্কের সম্পদের সবচেয়ে বড় উৎস। এ বছর এখন পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি। বুধবারের প্রায় ৪ শতাংশ উত্থানেই মাস্কের সম্পত্তি এক দিনে বেড়েছে প্রায় ৯.৩ বিলিয়ন ডলার। মাস্ক টেসলার ১২.৪ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে। এছাড়াও, মাস্ক কিছুদিন আগে প্রায় ১ বিলিয়ন ডলার টেসলা শেয়ার কিনেছিলেন। যার মধ্যে সরাসরি বিনিয়োগকারীদের এবং সংস্থার শেয়ারগুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মাস্কের এ অবিশ্বাস্য সম্পদ কেবল টেসলা থেকেই আসেনি। তার তৈরি করা মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স বর্তমানে ৪০০ বিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান। যেখানে তার...