বেসরকারি ইসলামী ব্যাংকের ফেইসবুক পেইজ হ্যাকারের কবলে পড়েছে। ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “শুক্রবার ভোরে জানতে পেরেছি, পেইজ হ্যাকড হয়ে গেছে। আইটি বিশেষজ্ঞরা কাজ করছেন সমাধানের জন্য।” এদিন ভোরে ইসলামী ব্যাংকের ভেরিফায়েড পেইজে দেখা যায়, প্রোফাইল ও কভার ফটো সরিয়ে নিজেদের লোগো বসিয়েছে হ্যাকার দল। তারা নিজেদের পরিচয় দেয় ‘এমএস ৪৭০ এক্স’ নামে। এরপর হ্যাকার দলের নামে খোলা একটি ফেইসবুক পেইজের পোস্টে বলা হয়, “ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেইসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে।” এই পোস্টটি আবার শেয়ার করা হয় হ্যাকার দলের নিয়ন্ত্রণে নেওয়া ইসলামী ব্যাংকের পেইজ থেকে। অবশ্য দুপুর থেকে ব্যাংকের পেইজ আর দেখা যাচ্ছে না। রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপ মুক্ত হয় ইসলামী ব্যাংক। গ্রুপটির...