ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে ক্ষুধাপীড়িত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকারকর্মী। তবে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে ঐতিহাসিক এ সমুদ্রযাত্রা মাঝপথেই ভেস্তে গেল ইসরায়েলি নৌবাহিনীর তৎপরতায়। শেষ ভরসা হয়ে টিকে থাকা ‘দ্য ম্যারিনেট’ ইয়টটিও আটক করে ফেলেছে দখলদার বাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) জাহাজটি আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। গাজা টাইম জোনে পৌঁছে গেছেন দাবি করে সেখানে তিনি বলেছেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই মানবো না। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সমান্তরালে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘মিডিয়া ফ্লোটিলা’ নামক একটি অভিযানে অংশ নিয়েছেন তিনি। ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, আজ ৩ অক্টোবর ২০২৫। দেখতেই পাচ্ছেন, ঝকঝকা রোদ। আজ...