ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়ে তার আসন্ন এই সফরকে ভারত-আফগানিস্তান সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী যেন ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে ভারত সফর করতে পারেন, সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মুত্তাকীকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় দিয়েছে বলে নিশ্চিত করেছে। এনডিটিভি জানিয়েছে, ভারতীয় কূটনৈতিক মহল কয়েক মাস ধরে এই সফরের প্রস্তুতি নিচ্ছিল। গত জানুয়ারি মাস থেকে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং সিনিয়র আইএফএস কর্মকর্তা জে.পি. সিং দুবাইসহ বিভিন্ন নিরপেক্ষ স্থানে মুত্তাকী ও অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন। এই আলোচনাগুলোতে মূলত ভারতের দেওয়া মানবিক সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা এবং শরণার্থীদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়। এরপর চলতি বছরের ১৫ মে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর...