আর্না স্লটের শঙ্কাই সত্যি হলো। হ্যামস্ট্রিংয়ের চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার গালাতাসারাইয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান আলিসন। ম্যাচের শুরুর দিকে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ভিক্টর ওসিমেন। ৫৪তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান ওসিমেন। তার ওই শটটি ঠেকাতে গিয়েই চোট পেয়ে মাঠ ছাড়েন আলিসন। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপকালে স্লট নিশ্চিত করেন, প্রিমিয়ার লিগের ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষককে পাচ্ছেন না। ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ জানালেন, কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন আলিসন। “আলিসন আগামীকাল (শুক্রবার) দলের সঙ্গে থাকছে না এবং সে ব্রাজিল জাতীয় দলেও যোগ দিচ্ছে না। আন্তর্জাতিক বিরতির পর...