‘বস ইজ অলওয়েজ রাইট’—এ কথা কে না জানে? কর্মক্ষেত্রে সাফল্য পেতে বসের মন জয় করার বিকল্প নেই। কাজ দিয়েই বসকে খুশি রাখা সম্ভব। বসের আস্থা অর্জন করতে পারলে কর্মক্ষেত্র আনন্দময় হয়। মনে রাখতে হবে, বস আপনার শত্রু নয়। তার সাথে আপনার কোনো বিরোধ নেই। সবকিছুই প্রফেশনালি নিতে শিখতে হবে। তিনি এমন কিছু করতে বলতে পারেন; যেটা তখন আপনার কাছে অপ্রয়োজনীয় কাজ মনে হতে পারে। কিছুদিন পরই মনে হবে, বস ঠিকই বলেছিলেন। কাজটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। দূরদৃষ্টি সম্পন্ন হন বসরা। কাজ দিয়ে বসকে খুশি রাখুন। অন্তত আস্থা অর্জন করুন। বস আপনার বিষয়ে এমনটা ভাববেন যে, আপনি কাজে ফাঁকি দেন না। কাজ করাতে গিয়ে বারবার তাগাদা দিতে হয় না। আপডেট কী? বরং উল্টোটা হবে। আপনি বসকে কাজের আপডেট জানাবেন। কর্পোরেট জগতে সবচেয়ে...