[আজ ৩ অক্টোবর শুক্রবার লেখাটি ফেসবুকে পোস্ট করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম ও সাবেক স্ত্রীগুলতেকিন খান। সেখানে তিনি লিখেছেন, ‘এই লেখাতে আমার সম্পর্কে একটিও খারাপ মন্তব্য দেখতে চাই না। এই সত্য কথাগুলো আমি লিখেছি শুধু কিশোরী, তরুণী এবং তাদের অভিভাবকদের জন্যে। এত ব্যক্তিগত ঘটনা লিখেছি, কারণ আর কোনো মেয়ে আমার (আমার বিয়েতে আমার চেয়ে অভিভাবকদের বেশি ভুল ছিল) মতো ভুল যেন না করে।] জুন মাসের ৬ তারিখ ছিল রবিবার। শীলাকে যেমন হাসতে হাসতে বলেছিলাম, প্রায় একইভাবে ইকবাল ভাইকেও জানালাম। ড. ইয়াসমীন হক তাঁর পরিচিত কয়েকজন লইয়ার আমার বাসায় পাঠান। তাঁদের একজন আমাকে জিজ্ঞেস করেন, ব্যাংকে টাকা-পয়সা কেমন আছে? আমি বলি, কার ব্যাংকে? - আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টে?- আমাদের তো কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই!- ব্যাংকে হুমায়ূন আহমেদের কত টাকা আছে?- সেটা...