বাবা ও ছেলে দুজনেরই ফুটবলের হাতেখড়ি হয়েছে ফ্রান্স থেকে। খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে। তবে জাতীয় দল হিসেবে আলজেরিয়াকে বেছে নিল জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ফ্রান্সের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন জিনেদিন জিদান। ফ্রান্সের হয়ে ইতিহাসের সর্বকালের সেরাদের একজন তারকা তিনি। তবে জিদানের ছেলে লুকা জাতীয় দল হিসেবে যোগ দিল আলজেরিয়ায়। বিশ্বকাপ খেলার স্বপ্নকে সামনে রেখে জাতীয়তা বদলে আলজেরিয়ার হয়ে খেলতে আবেদন করেন লুকা। এরপর অনুমতিও দেয় ফিফা। প্রথমবারের মতো আলজেরিয়ার জাতীয় দলে খেলার ডাক পেয়েছেন লুকা। বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক। জিনেদিন জিদানের বাবা-মা অর্থাৎ লুকার দাদা-দাদি আলজেরিয়ার যুদ্ধের আগে স্বদেশ ছেড়ে ফ্রান্সে চলে গিয়েছিলেন। তবে পুরোনো পরিচয়কে ভুলতে পারেননি লুকা। পরিবারের পুরোনো পরিচয়কে সাদরে গ্রহণ করলেন লুকা। বয়সভিত্তিক...