বৃষ্টির দিনে বিকেলের নাশতায় চাই একটু ভিন্ন স্বাদ। এমন কিছু খাবার আছে যা একদিকে যেমন হালকা ক্ষুধা মেটাবে, অন্যদিকে আড্ডাকে করে তুলবে আরও প্রাণবন্ত। চলুন জেনে নিই বৃষ্টিভেজা বিকেলে খাওয়ার জন্য মুখরোচক কয়েকটি পদ— ১. নুডলস : ঝটপট গরম গরম কিছু খেতে চাইলে নুডলস হতে পারে আদর্শ। এতে রঙিন সবজি মিশিয়ে দিলে এটি আরও পুষ্টিকর ও সুস্বাদু হয়ে ওঠে। ২. স্যুপ ও স্যান্ডউইচ : ঠান্ডা আবহাওয়ায় গরম ধোঁয়া ওঠা এক বাটি স্যুপই দিতে পারে বাড়তি উষ্ণতা। এর সঙ্গে স্যান্ডউইচ রাখলে বিকেলের আড্ডা জমে উঠবে আরও বেশি। ৩. মুড়ি-চানাচুর ও আদা চা : মেঘলা দিনে তেল-মাখানো মুড়ি, সাথে পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনিয়া পাতা, আদা কুচি, বাদাম ও চানাচুর মিশিয়ে বানানো হালকা...