গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ মারিনেটকেও আটক করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ১৮ বছরের নৌ নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজার আঞ্চলিক জলসীমার অনেকটাই কাছে পৌঁছে গিয়েছিল ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে ছয়জন আরোহী রয়েছেন। এদিকে, গাজায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ইসরায়েলি আগ্রাসনকে দস্যুতা বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এর আগে, গাজায় পৌঁছানোর আগেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শেষ হয়েছে বলে দাবি করে ইসরায়েলি বাহিনী। সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক সাড়ে ৪০০ কর্মীকে ইসরায়েলি বন্দরে নেয়ার পর ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। ৩১ আগস্ট গাজা অভিমুখে স্পেন থেকে যাত্রা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এতে অংশ নেয় ৪৪টি জাহাজ। এদিকে নৌবহরের সব জাহাজ আটকের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আটক করা...