পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, “সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে তোমার ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।” শুক্রবার এনডিটিভি প্রতিবেদনে জানায়, রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “অপারেশন সিন্দুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে, তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান ভূগোলে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।” এনডিটিভি জানায়, দ্বিবেদী কেবল হুঁশিয়ারিই দেননি, তিনি সৈন্যদেরও প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ঈশ্বরের ইচ্ছা হলে, তোমরা শিগগিরই একটি সুযোগ পাবে। শুভকামনা...” দ্বিবেদীর এই মন্তব্য আসে এয়ার চিফ মার্শাল এপি সিং-এর...