বিনোদন ডেস্কঃবলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি অত্যাচারিত হয়েছিলেন। এবার সাবেক স্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কুমার শানু। সাবেক স্ত্রী রীতা দাবি করেছিলেন, বিয়ের পরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, সাজসজ্জা করার অনুমতি ছিল না তার। অন্তঃসত্ত্বা অবস্থায় শুধু পাশে ছিলেন জা। এমনকি, খাওয়াদাওয়ার উপরেও ছিল বিধিনিষেধ। রান্নাঘরে নাকি তালা দিয়ে রাখা হত। রীতা বলেছিলেন, ‘ওরা যখন বাইরে যেত, রান্নাঘরে তালা দিয়ে দিত। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম। বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম। তার পরে খেতে পারতাম।’ এমনকি বাচ্চার খাবার, ওষুধও নাকি দেওয়া হত না তাকে। বেঁচে থাকার জন্য নিজের গয়না বেচে দিতে হয়েছিল বলেও দাবি তাঁর। এবার এসব...