প্রায় পাঁচ বছর বিরতির পর ২৬ অক্টোবর থেকে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, দুই দেশ কয়েকটি নির্দিষ্ট শহরের মধ্যে ফ্লাইট চলাচল আবারও চালুর ব্যাপারে একমত হয়েছে। এই ব্যবস্থা ২০২৫ সালের শীতকালীন ফ্লাইট সূচি অনুসারে কার্যকর হবে, যা ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে। তবে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দুই দেশের মনোনীত বিমান সংস্থাগুলোকে বাণিজ্যিক ও কারিগরি বিভিন্ন শর্ত পূরণ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণে সহায়ক ভূমিকা পালন করবে। এই ঘোষণার পরই ইন্ডিগো এয়ারলাইন্স জানায়, তারা ২৬ অক্টোবর থেকেই কলকাতা থেকে চীনের গুয়াংজু রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু...