৫ আগস্ট ২০২৪—অনেকে বিশ্বাস করেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট এদিনেই সমাধান হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে রাজনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনবে—এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। দেশ স্বাধীন হলো না বরং রাষ্ট্র দুই ভাগে বিভক্ত হয়ে গেলো। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো এবং তাকে ভারতে পাঠানো হলো। ফলাফল? একদিকে অন্তর্বর্তীকালীন সরকার, আরেকদিকে শেখ হাসিনা—ভারতে থেকেও তার দল ও সমর্থকদের নিয়ন্ত্রণ করছেন। এটি ছিল ভয়াবহ ভুল। তাকে সরানো হলেও সমস্যা থেকে গেলো। প্রশাসন ও দলে অনেকেই এখনো তাকেই নেত্রী হিসেবে মানছে, তাকেই অনুসরণ করছে। এর ফলে শাসনপ্রণালী কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে—এক অংশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, অন্য অংশ চলছে শেখ হাসিনার প্রভাবমুক্ত নয় এমন প্রশাসনের অধীনে। এই দ্বৈত নেতৃত্ব রাষ্ট্রযন্ত্রকে কার্যত অচল করে দিয়েছে। অন্যদিকে...