জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। প্রায় দুই দশক আগে সংগীত প্রতিযোগিতার মাধ্যমে গানের ভুবনে যাত্রা শুরু করা এ সংগীতশিল্পী এখনো গান করছেন নিয়মিত। পাশাপাশি দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। সম্প্রতি লম্বা বিরতির পর সিনেমায় তার কণ্ঠে গান শ্রোতারা শুনতে পেয়েছেন। এ প্রসঙ্গ ও বর্তমান ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি। * দীর্ঘ বিরতির পর সিনেমার গানে আপনাকে পাওয়া গেল। কেমন সাড়া পাচ্ছেন? ** হ্যাঁ, অনেক বছর পর ‘নন্দিনী’ নামে একটি সিনেমায় আমার গান প্রকাশ পেয়েছে। এটিও পাঁচ বছর আগেই গাওয়া। সিনেমাটি গত মাসে রিলিজ পেয়েছে। যারা গানটি শুনেছেন তারা ভালো বলছেন, প্রসংশা করছেন। আমার কাছেও ভালো লাগছে। এখন তো সিনেমায় আর গাওয়া হয় না বললেই চলে। ** আসলে আমার কাছে সেভাবে প্রস্তাব আসে না। এ জন্যই...