০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম ইসরায়েলের আশদোদ বন্দরে আটক গাজামুখী ত্রাণবাহক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র স্বেচ্ছাসেবীদের উপর কড়া আক্রমণ ও সমালোচনা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায়, ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভি শত শত অধিকারকর্মীকে মেঝেতে বসিয়ে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করছেন এবং কঠোরভাবে ভর্ৎসনা করছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায়, যখন গাজার উদ্দেশ্যে ত্রাণ বহনকারী নৌবহর ইসরায়েলের হাতে আটক হয়। বেন-গভি দাবি করেছেন, ফ্লোটিলার জাহাজগুলো ‘সম্পূর্ণ খালি’ ছিল এবং কোনো ত্রাণ নিয়ে আসেনি। তার ভাষায়, “এরা আসলে সাহায্য করতে আসেনি। তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য। এরা সন্ত্রাসী।” এই মন্তব্য ইসরায়েলের কঠোর অবস্থানকে প্রতিফলিত করছে। একই সময় গাজার আঞ্চলিক জলসীমার দিকে বহরের শেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ এখনও এগিয়ে যাচ্ছে। আল জাজিরা...