রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গত ১৩ সেপ্টেম্বর থেকে এ মেলা শুরু হয়। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা মেলা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে আছে স্টলগুলোর প্রবেশ পথ। কোথাও কোথাও জমে আছে পানি। দুয়েকজন পানি সরাচ্ছেন। বৃষ্টি উপেক্ষা করেই পাঠকরা স্টলে স্টলে ঘুরছেন। মেলায় আগতরা জানিয়েছেন, বৃষ্টিস্নাত দিনে মেলায় এসে বেশ ভালো লাগছে।এবারের মেলা দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নতুনমাত্রা পেয়েছে। মেলায় রয়েছে ১৯৯টি স্টল। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামি পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিসর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বইমেলা আরও সমৃদ্ধ হয়ে উঠেছে।কোরআন-হাদিসের গ্রন্থ, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের ইসলামি বই, সাহিত্য ও ইতিহাস— সব...