নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে একটি সুখবর। জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এবার চালু করেছে ‘মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ট্র্যাক’ ফিচার, যার মাধ্যমে একটি ভিডিওতেই একাধিক ভাষার অডিও যুক্ত করা যাবে। ফলে এখন দর্শকরা নিজেদের পছন্দের ভাষায় ভিডিওটি উপভোগ করতে পারবেন, আলাদা চ্যানেল খোলার বা একই ভিডিও নতুন করে আপলোড করার প্রয়োজন পড়বে না। ইউটিউব জানিয়েছে, এই ফিচারটি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। সেই পরীক্ষায় অংশ নেন বিশ্বের শীর্ষ ইউটিউবার মিস্টার বিস্ট, মার্ক রবার এবং বিখ্যাত শেফ জেমি অলিভারসহ অনেকে। তাদের অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক। উদাহরণস্বরূপ, জেমি অলিভার জানিয়েছেন যে, এই ফিচার চালুর পর তার ভিডিওর ভিউ প্রায় তিন গুণ বেড়েছে। এই সুবিধাটি পুরোপুরি ম্যানুয়াল—অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। কনটেন্ট ক্রিয়েটরদের নিজেদেরই ভিডিওটির বিভিন্ন ভাষায়...