বাংলাদেশ ক্রিকেট দল আবারও ব্যাটিং বিপর্যয়ের শিকার। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের হাতছানি ছিল। আফগানিস্তান প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান তুলেছিল। হাতে ২০ ওভার, লক্ষ্য ১৫২ রান। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই লক্ষ্য বাংলাদেশের জন্য ছিল সহজ। বিশেষ করে উদ্বোধনী জুটিতে যখন ১০৯ রান উঠে যায়, তখন ম্যাচকে একতরফা মনে হচ্ছিল। কিন্তু ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে মাত্র ২৪ বলে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তখন হঠাৎই খেলায় ফিরে আসে আফগানিস্তান। যদিও শেষ পর্যন্ত আফগানরা জয় ছিনিয়ে নিতে পারেনি, কিন্তু বাংলাদেশের এমন ধস আবারও তুলে ধরল এক বড় প্রশ্ন কেন বারবার একই ভুল করছে বাংলাদেশি ব্যাটাররা? ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী বলেন, “এমন ব্যাটিং ধস হতেই পারে।” তবে তার...