লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে (আইএসএফ) সহায়তার জন্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অর্থবছরের শেষ সময়সীমা (৩০ সেপ্টেম্বর) ঘনিয়ে আসার আগে ১৯২ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এলএএফকে এবং আরও ৫৪ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আইএসএফকে।এই ২৪৬ মিলিয়ন ডলারের প্যাকেজের ঘোষণাটি গত মাসে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদিত ১৪.২ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তার পর সামনে এলো।যদিও সূত্রগুলো ১৯২ মিলিয়ন ও ৫৪ মিলিয়ন ডলারের সহায়তার তথ্য নিশ্চিত করেছে। তবে রয়টার্স ডেমোক্র্যাট কংগ্রেসীয় সহকারীদের বরাত দিয়ে কিছুটা ভিন্ন সংখ্যা জানিয়েছে। ব্রিটিশ এ বার্তা সংস্থা বলছে, ১৯০ মিলিয়ন ডলার এলএএফের জন্য এবং ৪০ মিলিয়ন ডলার আইএসএফের জন্য।এক কংগ্রেসীয় সহকারীর উদ্ধৃতি দিয়ে...