বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ ভয়াবহ অনিশ্চয়তায় পড়বে। এজন্য নির্বাচন কমিশনকে অবিলম্বে দৃশ্যমান কার্যক্রম শুরু করতে হবে। একইসঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের এবং ‘পতিত স্বৈরাচারের পদলেহনকারীদের’ নির্বাচনি প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে। রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-১০ আসনের বিএনপি, অঙ্গসংগঠন ও সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরও পড়ুনআরও পড়ুন‘তারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য’ অসীম বলেন, সংবিধানের বাইরে কোনো নির্বাচন সম্ভব নয়। রাজনীতিবিদদের পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। সংস্কারের জন্য প্রতিটি রাজনৈতিক দলের উচিত চার্টার তৈরি করে স্বাক্ষর করা। তিনি অভিযোগ করেন,...