সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ভারতের কাছে টানা তিনবার হার এবং লজ্জাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। তার মতে, নাকভিকে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন না করে একটি পদ থেকে সরে দাঁড়ানো উচিত। বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান—দুই দায়িত্বই পালন করছেন নাকভি। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আমার অনুরোধ বা পরামর্শ হচ্ছে, এগুলো দুইটা বড় দায়িত্ব। পিসিবি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মতো নয়, একেবারেই আলাদা। তাই একটি পদ থেকে সরে দাঁড়ানো উচিত। পাকিস্তান ক্রিকেট এখন বিশেষ মনোযোগ দাবি করে। একইসঙ্গে ক্রিকেট বোর্ডে সময় দিতে হবে।’ এর আগে ২০২৫ সালের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পরও নাকভির দ্বৈত দায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আফ্রিদি। সাবেক এই অধিনায়ক আরও বলেছেন,...