ইঁদুরের মুখ দেখে এদের মনের ভাব পড়তে পারার দাবি করলেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় ইঙ্গিত মিলেছে, কেবল ভিডিও দেখে মস্তিষ্কের কাজ বোঝা সম্ভব। এ গবেষণা মস্তিষ্কের কাজ বুঝতে ও সমস্যা খুঁজে বের করতে অনেক নতুন পথ খুলে দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তবে একই সঙ্গে, বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে মানুষের মনের গোপন তথ্যও অন্য কেউ জানতে পারবে, যা কারো মধ্যে ‘প্রাইভেসি’ হারানোর ভয়ও তৈরি করতে পারে। পর্তুগালের ‘চ্যাম্পালিমাউড ফাউন্ডেশন’-এর একজন প্রধান গবেষক ও লেখক জ্যাখারি মাইনেন বলেছেন, “আমরা অবাক হয়ে দেখলাম, ইঁদুর কী ‘ভাবছে’ তা আমরা যতটা বুঝতে পারি ডজনখানেক নিউরনের কার্যকলাপ রেকর্ড করে ঠিক ততটাই তথ্য আমরা কেবল এদের মুখের দিকে তাকিয়েই পেতে পারি। “মনের ভেতরের লুকানো বিভিন্ন বিষয় এভাবে সহজে জানার সুযোগ মস্তিষ্কের গবেষণায়...