ইনস্টাগ্রাম সিইও অ্যাডাম মসেরি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বহুল প্রচলিত একটি ধারণার সম্পর্কে ব্যাখা করেছেন । তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রাম ব্যক্তিগত আলাপ শোনে না এবং সেই তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখায় না। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মসেরি বলেন, বিজ্ঞাপন সুপারিশ করা হয় ব্যবহারকারীর কার্যক্রম ও আগ্রহের ভিত্তিতে, ব্যক্তিগত কথোপকথনের ওপর নয়। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, এটি একটি মিথ ভাঙার ভিডিও। আমি অনেক সময় ব্যয় করেছি এই ভুল ধারণা পরিষ্কার করতে। আমরা আপনার কথা শুনি না। আমরা ফোনের মাইক্রোফোন ব্যবহার করে আপনার আলাপ গোপনে শোনার চেষ্টা করি না। তার ভাষ্য অনুযায়ী, যদি ইনস্টাগ্রাম সত্যিই কথোপকথন শোনার জন্য মাইক্রোফোন ব্যবহার করত, তাহলে এটি এক ধরনের গুরুতর গোপনীয়তার লঙ্ঘন হতো। পাশাপাশি ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেত এবং স্ক্রিনের উপরে...