০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পিএম ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ’ ত্রাণবহরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই ত্রাণবহর ফিলিস্তিনি জনগণের জন্য কোনো কার্যকর সাহায্য বয়ে আনবে না। দেশজুড়ে ইতালীয় নাগরিকদের আটকের পর এই মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) যখন গাজা অভিমুখে ত্রাণ বহরে থাকা ২২ জন ইতালীয় নাগরিককে ইসরায়েল আটক করে। মেলোনি লাইভ প্রতিবেদনে বলেছেন, “আমি এখনো বিশ্বাস করি, এই সমস্ত কিছু ফিলিস্তিনি জনগণের জন্য কোনো উপকার বয়ে আনে না।” তিনি আরও উল্লেখ করেন, ইতালিতে তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে। এর আগে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি পার্লামেন্টে জানান, ইসরায়েল এই ২২ জন নাগরিককে আটক করেছে। তিনি বলেন, যুদ্ধের নিয়ম মেনে...