০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে স্মরণকালের অন্যতম খারাপ সম্পর্ক বিরাজ করছে ভারতের। এ পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত সরকার। এরই অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর ভারত সফর করতে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এটাই কাবুল থেকে দিল্লিতে প্রথম কোনো উচ্চপর্যায়ের সফর। আফগান পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন এই সফরকে ভারত-আফগানিস্তান সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, আফগান পররাষ্ট্রমন্ত্রী যেন ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে ভারত সফর করতে পারেন সেজন্য মুত্তাকীকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় দেওয়া হয়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে। এনডিটিভি বলছে,...