০৩ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম জার্মানির ব্যস্ততম বিমানবন্দর মিউনিখে হঠাৎ করেই বিমান চলাচল স্থগিত করতে হয়েছে, কারণ আকাশে বেশ কিছু অজ্ঞাত ড্রোন দেখা গেছে। এই ঘটনার কারণে সেখানে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন এবং ফ্লাইট বাতিল বা বিকল্প রুটে পাঠানো হয়েছে। ইউরোপে এমন ড্রোন সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের ঘটনা নতুন নয়, সাম্প্রতিক সময়ে ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, যখন মিউনিখ বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন শনাক্ত করা হয়। নিরাপত্তার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ ১৭টি ফ্লাইট বাতিল করে এবং ১৫টি আগত ফ্লাইটকে পরিবর্তিত রুটে অন্যান্য শহরে পাঠায়। ড্রোনগুলো কার দ্বারা উড়ানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়, তাই জার্মান কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। মিউনিখ বিমানবন্দরের ঘোষণা অনুযায়ী, বাতিল হওয়া...