গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানটির নাম দ্য ম্যারিনেট। বৃহস্পতিবার ২ অক্টোবর এই একটি বাদে সব নৌযানের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। শুক্রবার ৩ অক্টোবর আল-জাজিরা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার দিকে প্রতীকীভাবে সাহায্য বহনকারী প্রায় দুই ডজন জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলার শেষ নৌযানটিসহ ইসরায়েলি সেনারা মোট ৪৪টি নৌযান আটকে দিয়েছে। আটক করেছে প্রায় ৫০০ অধিকারকর্মীকে। ফ্লোটিলা আয়োজকদের লাইভ ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ম্যারিনেটে উঠে অধিকারকর্মীদের ঘিরে ফেলেন। এই নৌকায় মোট ছয়জন অধিকারকর্মী ছিলেন। শুক্রবার সকাল পর্যন্ত মূল বহরের একমাত্র সক্রিয় নৌযান ছিল ম্যারিনেট। শুক্রবার ভোরে ম্যারিনেট ভূমধ্যসাগরে...