২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার পর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করেছিল ইউটিউব। অ্যাকাউন্ট স্থগিতের জের ধরে পরে ইউটিউবের বিরুদ্ধে মামলা করেন ডোনাল্ড ট্রাম্প। সেই মামলা নিষ্পত্তির জন্য ২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২৯৯ কোটি টাকা (প্রতি ডলারে বিনিময়মূল্য ১২২ টাকা ধরে) পরিশোধ করতে রাজি হয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে নথিও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। মামলা নিষ্পত্তির জন্য ইউটিউব যে অর্থ দেবে, তার মধ্যে ২২ কোটি ডলার ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’ নামের একটি অলাভজনক সংস্থার তহবিলে জমা দেওয়া হবে। অবশিষ্ট অর্থ মামলার অন্য বাদী পক্ষের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তাদের মধ্যে আছেন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স আয়োজন করা আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন এবং মার্কিন লেখক নাওমি উলফ। মামলা নিষ্পত্তির জন্য অর্থ...