নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানুষের জন্য আবারও সমুদ্রপথে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC)। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান ইতোমধ্যে যাত্রা শুরু করেছে। ৩০ সেপ্টেম্বর যুক্ত হয়েছে আরও নয়টি নৌযান। সব মিলিয়ে ১১টি জাহাজে রয়েছেন প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক ও ক্রু। জোটের নেতৃত্বে রয়েছে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা। এর আগে আগস্টে ৪৪টি দেশের প্রায় ৫০০ অংশগ্রহণকারী নিয়ে গঠিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গাজার উদ্দেশ্যে রওনা দেয়। তবে ইসরায়েলি বাহিনী গাজার জলসীমায় পৌঁছেই তাদের অধিকাংশ জাহাজ জব্দ করে এবং স্বেচ্ছাসেবীদের আটক করে নিয়ে যায়। সেই ঘটনার পরেও আন্তর্জাতিক প্রতিবাদ ও সমর্থনের পরিপ্রেক্ষিতে...