ঢাকা:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের লড়াই চলবে। কোনো পরাশক্তি এই আন্দোলন নস্যাৎ করতে পারবে না। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজায় ত্রাণবাহী জাহাজ বহর ‘ফ্লোটিলা’তে ইসরায়েলি হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে জামায়াত। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। রফিকুল ইসলাম বলেন, সারা বিশ্ব ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে, অথচ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাতে কর্ণপাত করছেন...