জবি:প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে মূলমন্ত্র করে প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।আজ গৌরবময় সাফল্যের সাথে এক যুগে পদার্পণ করেছে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে শুধু বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, বরং শিক্ষার্থীদের অধিকার রক্ষা, তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলা এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে আসছে জবি প্রেসক্লাব।জানা যায়, ২০১৪ সালের ৩ অক্টোবর একদল তরুণ শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে সত্যকে তুলে ধরা, শিক্ষার্থীদের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতা করা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার দৃঢ় অঙ্গীকার থেকে এই সংগঠনটির যাত্রা শুরু করেছিলো। দীর্ঘ এই পথচলায় জবি প্রেসক্লাব শিক্ষার্থীদের আবাসন সংকট, টিউশন ফি বৃদ্ধি, প্রশাসনিক অনিয়ম থেকে শুরু করে হল আন্দোলন ও দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।সাংবাদিকতা করতে গিয়ে নানা সময়ে হামলা,...