এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজেও বাংলাদেশের বিপক্ষে জয় পেল না আফগানিস্তান। শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারের পর ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই দায়ী করেছেন আফগান অধিনায়ক রশিদ খান। ১৫১ রানের স্বল্প লক্ষ্য দিয়েও আফগানরা লড়াইয়ে ছিল শেষ পর্যন্ত। বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে ১০৯ রান, যা ম্যাচের গতিপথ স্পষ্ট করে দেয়। তবে আচমকা ধস নামে টাইগারদের ব্যাটিংয়ে—২৪ বলে ৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। তখন ম্যাচে ফেরার আশা জাগে আফগান শিবিরে। সেই প্রত্যাবর্তনের মূল কারিগর ছিলেন রশিদ খান। দুর্দান্ত লেগ স্পিনে মাত্র ১৮ রানে নিলেন ৪ উইকেট। অধিনায়ক হিসেবে এটিই তাঁর পঞ্চমবার ইনিংসে চার বা তার বেশি উইকেট শিকার, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর কোনো অধিনায়কের সর্বোচ্চ কীর্তি। এতদিনে বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা এই কীর্তি ছুঁয়েছিলেন দুবার...