১৫ বারের মতো এবারও বিশ্বকাপে বল সরবরাহ করছে বিশ্ববিখ্যাত খেলাসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গতকাল (২ অক্টোবর) উন্মোচিত হলো এবারের ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’। ২০২৬ বিশ্বকাপ যেন আর বেশি দূরে নেই—আর মাত্র কিছুদিন। একে একে সম্পন্ন হচ্ছে বিশ্বকাপের সব প্রস্তুতি। ফুটবলপ্রেমীদের মনেও শুরু হয়েছে উত্তেজনা। এ উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল ফিফা কর্তৃপক্ষ, উন্মোচন করল ট্রাইওন্ডা বল। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো বিশ্বকাপের অফিসিয়াল বল। নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলারকে নিয়ে উদ্বোধন করা হয় এই বল। জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান প্রত্যেকে একটি করে ফুটবল হাতে উপস্থিত ছিলেন। বিশেষ মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করেন জিদান নিজেই। এরপর অনুষ্ঠানের পরিচালক ঘোষণা করেন, ‘এখন...