০৩ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পিএম যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) গর্ভপাতরোধী ওষুধ মিফেপ্রিস্টোনের একটি নতুন জেনেরিক সংস্করণ অনুমোদন করেছে। যদিও এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, তবুও এই পদক্ষেপটি দেশজুড়ে গর্ভপাতবিরোধী ও রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সপ্তাহে এফডিএ কম্পানি এভিতা-র জেনেরিক ট্যাবলেট অনুমোদন করেছে। নতুন জেনেরিক ওষুধটি গর্ভধারণের ৭০ দিন পর্যন্ত গর্ভপাতের জন্য ব্যবহৃত হতে পারবে। প্রাথমিক গর্ভপাতের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অনুমোদনের উদ্দেশ্য মূলত স্বাস্থ্যসেবায় সাধারণ ও নিরাপদ বিকল্প সরবরাহ করা, তবে গর্ভপাতবিরোধীরা এটিকে রাজনৈতিকভাবে বিতর্কিত বলে অভিহিত করেছেন। গর্ভপাতবিরোধী সংগঠন ‘স্টুডেন্টস ফর লাইফ অ্যাকশন’ এই অনুমোদনকে ‘ট্রাম্প প্রেসিডেন্সির কলঙ্ক’ হিসেবে আখ্যায়িত করেছে। সুশান বি. অ্যান্থনি প্রো-লাইফ আমেরিকা সংস্থার প্রেসিডেন্ট মার্জরি ড্যানেনফেলসার বলেন, অনুমোদনটি ‘অবিবেচক’ এবং...