‘পাওয়ারবিটস প্রো ২’তে রয়েছে কানের পেছনে থাকা হুক, যার ফলে এগুলো আরও ভালোভাবে কানে আটকে থাকে, খেলাধুলা বা দৌড়ের সময় পড়ে যাওয়ার ভয় কম। ইয়ারফোনটিতে আরও আছে অ্যাপলের নিজস্ব ‘এইচ২’ চিপ, যা অ্যাপলের অন্য ডিভাইসের সঙ্গে আরও দ্রুত ও স্মার্টভাবে যোগাযোগ করতে সাহায্য করে এবং আরও ভালো সাউন্ড কোয়ালিটি ও ব্যাটারি পারফরম্যান্স দেবে।...