ভারতীয় বিমানবাহিনী প্রধান ভবিষ্যতের সামরিক সংঘাত নিয়ে সতর্ক করে বলেছেন, 'পরবর্তী যুদ্ধ পূর্ববর্তী যুদ্ধের চেয়ে ভিন্ন হবে। আমাদের এখনই প্রস্তুত থাকতে হবে এবং ভবিষ্যতের জন্যও প্রস্তুতি নিতে হবে।'প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আগে এই বিষয়ে মন্তব্য করে বলেছিলেন, 'আজকের ২১ শতকে যুদ্ধের রূপ আরও দ্রুত পরিবর্তিত হচ্ছে। শুধু সৈন্যের সংখ্যা বা অস্ত্রের মজুদ আর যথেষ্ট নয়। সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিমানবিহীন যন্ত্র এবং উপগ্রহভিত্তিক নজরদারি আগামী যুদ্ধের রূপ নির্ধারণ করছে। সুনির্দিষ্ট অস্ত্র, বাস্তব-সময়ের গোয়েন্দা তথ্য এবং তথ্য-নির্ভর সিদ্ধান্ত এখন যেকোনো সংঘাতে সফলতার মূল চাবিকাঠি।'সূত্র: এনডিটিভিনিউজজি/এস আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আগে এই বিষয়ে মন্তব্য করে বলেছিলেন, 'আজকের ২১ শতকে যুদ্ধের রূপ...