গ্রীষ্মের কাঠফাটা রোদ বা বর্ষার মুষলধারে বৃষ্টি প্রকৃতির এই দুই রূপের মধ্যেই জীবিকা খুঁজে নিয়েছেন হাফিজুর রহমান। বর্ষা এলেই বিল-ঝিল আলো করে ফোটে আমাদের জাতীয় ফুল শাপলা, যা দেখতে যেমন সুন্দর, তেমনি এর ভেষজ গুণ ও খাদ্যমূল্যও অপরিসীম।এই শাপলাই এখন রূপগঞ্জের হাফিজুরের সংসার চালানোর প্রধান অবলম্বন। বাংলাদেশের বিভিন্ন ঋতুতে নানা ফুল ফুটলেও বর্ষার সঙ্গে শাপলার সম্পর্ক নিবিড়। সাধারণত সাদা, লাল ও বেগুনি—এই তিন রঙের শাপলা দেখা যায়। এদের মধ্যে লাল শাপলার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের, আর এর রয়েছে ওষুধি ব্যবহারও। রূপগঞ্জের চানপাড়া পূর্বগ্রাম, বড়আলু, মাঝিনা, নগরপাড়াসহ খাল-বিলের বিস্তীর্ণ এলাকায় বর্ষার পানিতে শাপলা ফোটে। শাপলা কেবল ফুল নয়, এটি খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। সাধারণ শাক-সবজির চেয়ে এর পুষ্টিগুণ বেশি হলেও দাম কম। তাই নিম্নবিত্তদের কাছে এর চাহিদা ব্যাপক, যদিও স্বাদের...