কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে, রাজধানীর আফতাবনগরের এম ব্লকে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় আছেন। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় আফতাবনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন হিরো আলম। হিরো আলম জানান, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাবেন। আরও পড়ুনহাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম, করবেন মামলাহিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’, বদলাতে হলো হাসপাতালঘুরতে গিয়ে আক্রমণের শিকার হিরো আলম, এখন কেমন আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা...