আদালত কক্ষ, যা দীর্ঘকাল ধরে মানুষের বিচার ও পেশাদার দক্ষতার ওপর নির্ভর করে এসেছে, সেখানে এখন একটি বড় প্রযুক্তিগত প্রশ্ন উঠেছে— কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি একজন বিশেষজ্ঞ সাক্ষীর ভূমিকা নিতে পারে? আইনি ও চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করে, এআই প্রমাণ প্রক্রিয়াকরণ ও উপস্থাপনের পদ্ধতি বদলে দিলেও এটি মানুষের সাক্ষ্য প্রতিস্থাপন করতে পারবে কিনা তা নিয়ে গুরুতর দ্বিধা রয়েছে। মার্শাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ রানায়াভা (যিনি একই সঙ্গে একজন চিকিৎসক ও আইনজীবী) মনে করেন, ফরেনসিক মেডিসিনের ক্ষেত্রে এআই যে পরিবর্তন এনেছে তা ‘বিপ্লবী’। তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে পূর্বে বিশেষজ্ঞদের ঘণ্টার পর ঘণ্টা ধরে হাতে হাতে চিকিৎসা রেকর্ড পরীক্ষা করতে হতো। রানায়াভা বলেন, ‘আজ, এআই শত শত পৃষ্ঠার পিডিএফ ডকুমেন্ট বিশ্লেষণ করতে পারে ও কয়েক মিনিটের মধ্যে সেগুলোর সারসংক্ষেপ তৈরি করতে পারে,...