০৩ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। ইসরায়েলের বারবার বাধা ও আটক অভিযান সত্ত্বেও ফ্লোটিলা আবারও গাজার উদ্দেশ্যে নৌযান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এফএফসি এক বিবৃতিতে জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার পথে রওনা দেয়। এরপর ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যাত্রা শুরু করে। শিগগিরই এগুলো একত্রিত হয়ে ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবে। এ বহরে মোট ১১টি নৌযান রয়েছে, যেখানে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক ও নাবিক অংশ নিয়েছেন। এফএফসি গঠিত হয়েছে চারটি সংগঠনের জোটে— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং...