ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ পরীমণি প্রায়ই আলোচনায় থাকেন কখনো কাজ নিয়ে, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের সমাপ্তির পর এখন তিনি একাই ছেলে পুণ্য (ডাকনাম পদ্ম)কে বড় করছেন। পাশাপাশি, গত বছর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছেন, যার নাম প্রিয়ম। বর্তমানে দুই সন্তান ও কাজ নিয়েই তার সময় কাটছে। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে পরীমণি জানান, তিনি আরো সন্তান নিতে চান। তার ভাষায়, সন্তানদের জন্যই তার জীবনযাপনে বড় পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের অভ্যাস না থাকলেও এখন নিয়মিত সঞ্চয় করেন তাদের ভবিষ্যতের কথা ভেবে। সাক্ষাৎকারে মজার ছলে তিনি বলেন, “আমি পুণ্য ও প্রিয়মের মা। তবে ইচ্ছা আছে একশো সন্তানের মা হওয়ার। এতগুলো সন্তানের...