আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে আরও দুই দল নিশ্চিত করেছে তাদের জায়গা। তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। অন্যদিকে, কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ সালের পর আবারও বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত বাছাইপর্বে জ্বলে ওঠেন নামিবিয়ার অলরাউন্ডার জেজে স্মিট। ব্যাট হাতে তিনি অপরাজিত ৬১ রান করার পর বল হাতে ১৬ রানে ৩ উইকেট তুলে নেন। শুরুতে মাত্র ৪১ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়লেও স্মিটের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তোলে নামিবিয়া। জবাবে তানজানিয়া ৮ উইকেটে ১১১ রানে থামে। অন্য ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে সহজ জয় পেয়েছে কেনিয়ার বিপক্ষে। টস জিতে আগে ব্যাট করা কেনিয়া ৬ উইকেটে তোলে ১২২ রান। দলের হয়ে...