যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট তার আলোচিত ইরাস ট্যুরে বলেছিলেন, এমন একটি আঁটসাঁট অ্যালবাম তৈরি করার ইচ্ছা তার আছে, যেখানে এমন নেশার মত সুর থাকবে, যে নেশা থেকে বের হতে না পেরে শ্রোতা রেগে যাবে। সুইফট গেল অগাস্টের মাঝামাঝিতে ঘোষণা দিয়েছিলেন ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামের তেমন একটি স্টুডিও অ্যালবাম আসছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হয়েছে সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামের ১২তম অ্যালবামটি। সিএনএন, বিবিসি বলছে, ১২টি গানের এই অ্যালবামে ভক্তদের জন্য তুমুল জনপ্রিয় হওয়ার মত গান রেখেছেন সুইফট। পপ ও ব্যালাড ধাঁচের গানের অ্যালবামের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৪২ মিনিট। যা সুইফটের সাম্প্রতিক অ্যালবামগুলোর তুলনায় বেশ ছোটই বলা যায়। এই অ্যালবামটি গায়িকার বিশেষ একটি কাজ, কারণ সুইফট এই কাজটি করেছেন সুইডিশ হিটমেকার ম্যাক্স মার্টিন আর শেলব্যাকের সঙ্গে।...