আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি যখন একাধিক দেশ ও ফুটবলারদের মধ্যে জোরালো হচ্ছে, তখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) এই ইস্যুতে কার্যত নীরবতা পালন করছে। জুরিখের কাউন্সিল সভায় বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রিল রাজৌব-এর সাথে দেখা করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গাজায় গণহত্যা প্রসঙ্গে দায়সারা মন্তব্য করেছেন।ফিফা সভাপতির ‘শান্তির বার্তা’ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গাজা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ফিফা এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করতে রাজি নয়:“ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তবে শান্তির বার্তা দিতে পারে। বিভক্ত পৃথিবীতে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। বিশ্বের বিভিন্ন জায়গায় যারা যুদ্ধের জন্য ক্ষতির মুখে, তাদের জন্য ফিফার সমবেদনা আছে।”ইনফান্তিনোর এই মন্তব্যকে অনেকেই দায়সারা জবাব...