অফিসের কাজ করছেন কিংবা ক্লাসের নোট নিচ্ছেন— এমন সময় হঠাৎ হাতের পানি কিংবা কফির কাপ ল্যাপটপের ওপর পড়ে গেলে অনেকে ঘাবড়ে যান। আবার কেউ কেউ ভুল পদক্ষেপ নিয়ে থাকেন। ফলে ল্যাপটপটির আরও বেশি ক্ষতি হয়ে যায়। তাই এ ধরনের মুহূর্তে যে কাজ করা উচিত, তা আগে থেকে জেনে নেওয়া জরুরি। আর যদি আপনার ল্যাপটপের কিবোর্ড, স্ক্রিন, পোর্ট—সব অংশ কোনো কারণে ভিজে যায়, তবে তা পরিষ্কার করে রাখুন। কিন্তু ল্যাপটপ কোনোভাবেই দ্রুত চালু করার চেষ্টা করবেন না। এতে আপনার ল্যাপটপের ক্ষতি হতে পারে। কমপক্ষে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় শুকাতে দিন। আর ভিজে যাওয়ার পর ইন্টারনাল সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা যাচাই করতে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যান। চলুন জেনে নেওয়া যাক, ল্যাপটপ পানিতে ভিজে গেলে কী করা উচিত— ১....