গত জুলাই মাসে প্রথম শনাক্ত হয়েছিল ‘থ্রি আই’ বা ‘অ্যাটলাস’ নামের ধূমকেতুটি। এটি সাধারণ কোনো ধূমকেতু নয়; এসেছে অন্য এক নক্ষত্রমণ্ডল থেকে, অর্থাৎ এটি একটি আন্তঃনাক্ষত্রিক (interstellar) ভ্রমণকারী। বিজ্ঞানীদের মতে, এর বয়স আমাদের সৌরজগতের চেয়েও বেশি এবং দীর্ঘ সময় ঘুরে বেড়াতে বেড়াতে এটি এখন এসে পড়েছে সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলোর কক্ষপথে। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানিয়েছেন, শুক্রবার (৩ অক্টোবর) অ্যাটলাস ধূমকেতুটি মঙ্গলের খুব কাছাকাছি আসবে। ফলে পৃথিবী থেকেও এটি স্পষ্ট দেখা যেতে পারে। ধূমকেতুটি সেদিন মঙ্গল থেকে প্রায় ৩ কোটি কিলোমিটার দূরে অবস্থান করবে। আর মঙ্গল নিজে পৃথিবী থেকে প্রায় ৩৫ কোটি কিলোমিটার দূরে। সেই হিসাবে শুক্রবার ধূমকেতুটি পৃথিবী থেকে আনুমানিক ৩৮ কোটি কিলোমিটার দূরে থাকবে। ধূমকেতুটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি কৌণিক দূরত্বে রয়েছে। তাই...