ঢাকা:উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল তারকার নাম ওস্তাদ বাহাদুর হোসেন খান। একাধারে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। এই উপমহাদেশের অন্যতম স্বনামখ্যাত সঙ্গীত পরিবারে তার জন্ম। পিতা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আয়েত আলী খাঁ এবং চাচা আলাউদ্দিন খাঁ।১৯৩১ সালের ১৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী আয়েত আলী খাঁ ও উমর উন-নেসার ঘর আলো করে জন্ম লাভ করেন বাহাদুর হোসেন খান। তার চাচা ওস্তাদ আলাউদ্দিন খাঁ উপমহাদেশের অন্যতম একজন কীর্তিমান সঙ্গীতজ্ঞ।ছয় ভাইবোনের মধ্যে বাহাদুর পঞ্চম। তার বড় তিন বোন আম্বিয়া, কোহিনূর, ও রাজিয়া এবং বড় ভাই প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আবেদ হোসেন খান ও ছোট ভাই সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান। পরিবারের ঐতিহ্য অনুযায়ী শৈশব থেকে সঙ্গীত সাধনায় মগ্ন হন।পিতার হাতেই প্রথম বাহাদুর হোসেন খানের সরোদে হাতেখড়ি হয়।...