অনেক দূরের এক অরণ্যে এক বাঘছানা জন্ম নিল। নাম রাখা হলো শক্তি। ছোটবেলা থেকেই সে খুব দুর্বল ছিল। অন্য বাঘছানারা দৌড়াত, লাফাত, শিকার ধরার খেলা খেলত—কিন্তু শক্তি পিছিয়ে পড়ত। অন্যরা মজা করে বলত, “তুই তো কোনোদিন বড় শিকারি হতে পারবি না।” এ কথা শুনে শক্তি কেঁদে ফেলত। কিন্তু একদিন অরণ্যের বৃদ্ধ বটগাছ তার কানে ফিসফিস করে বলল— “কাঁদলেই হারে, চেষ্টা করলেই জেতে। প্রকৃতি শুধু তাদেরই আশীর্বাদ দেয়, যারা দক্ষতা আর যোগ্যতায় টিকে থাকে।” শক্তি ভেবে নিল, আর কাঁদবে না। সে প্রতিদিন গোপনে অনুশীলন শুরু করল—ডালে ডালে লাফ দেওয়া শিখল, ঝরনার ধারে পানির প্রতিচ্ছবির সাথে চোখের গতি অনুশীলন করল, ছোট ছোট খরগোশের সাথে দৌড়ে নিজের গতি বাড়াল। একদিন অরণ্যে হঠাৎ ভয়ঙ্কর বিপদ এলো। বিশাল এক বনশূকর দল আক্রমণ করল। অন্য বাঘরা...