ইসলামে জুমার দিনকে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা। পবিত্র কোরআনে এ দিনের নামাজের আহ্বান শুনে দ্রুত মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার কথা বলা হয়েছে। আল্লাহর স্মরণে মনোযোগী হয়ে নামাজ আদায় শেষে জীবিকার সন্ধান করতে বলা হয়েছে। হাদিসেও জুমার দিনের গুরুত্ব বর্ণিত হয়েছে। রাসুল (সা.) ইরশাদ করেছেন, এই দিনে আদম (আ.) সৃষ্টি হয়েছেন, পৃথিবীতে অবতরণ করেছেন, মৃত্যু বরণ করেছেন, কিয়ামত সংঘটিত হবে এবং এমন একটি বিশেষ সময় রয়েছে যখন দোয়া অবশ্যই কবুল হয়। ১.জুমার নামাজ আদায়– গোসল করে পবিত্রতা অর্জন, সুগন্ধি ব্যবহার, আগে মসজিদে যাওয়া, খুতবার সময় নীরব থাকা এবং মনোযোগ দিয়ে নামাজ আদায় করলে দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হয়। ২.গোসল ও আগে আগে মসজিদে যাওয়া– জুমার দিনে গোসল করে দ্রুত মসজিদে উপস্থিত হলে প্রতি কদমের...